সোমবার আনুমানিক রাত্রি আটটা থেকে রাত্রি নটা সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফে বড়জোড়ায় ও সোনামুখী রেঞ্জে মোট হাতির অবস্থান রয়েছে ৭১টি । পাবয়ায় ২২টি,কাল্লাপুরে ১ টি ও সোনামুখী রেঞ্জে পাথরমোড়ায় ৭টি , খয়রাশোলে ৪১ টি হাতি রয়েছে বলে জানা গেছে বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফে বড়জোড়ায় এলাকায়।