তপন ব্লকের দীপখন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার নোধন হাই মাদ্রাসার কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। এদিন বিরোধী কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় ছয়টি আসনের সবকটিতেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করে নেয় শাসকদলের প্রার্থীরা। মাদ্রাসার স্থানীয় বাসিন্দাদের মতে, এই ফলাফলের মধ্য দিয়ে এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও একবার প্রমাণ