DVCর পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার মূল গেটের সামনে শুক্রবার সকালে জাতীয় ক্রীড়াদিবস পালিত হল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।এদিন কারখানার মূল গেট থেকে কারখানার কর্মীরা একটি দৌড়ের আয়োজন করেন। এরপর ভলিবল খেলা বৃক্ষরোপন সহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার প্রোজেক্ট হেড রবীন্দ্র কুমার শ্যামল, জেনারেল ম্যানেজার সোমনাথ সরকার সহ অন্যান্যরা।