মৃতের নাম প্রসূন মালিক(১১)।বাড়ি মেমারী থানার উত্তর রাধাকান্তপুর এলাকায়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য জেদ করতে থাকে প্রসূন মালিক।কিন্তু তাতে বাধা দেন ঠাকুমা।এরপর আত্মীয় বাড়িতে যেতে না পারায় অভিমানে রবিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে দিদি-র ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রসূন।পরে পরিবার দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তড়িঘড়ি মেমারী হাসপাতালে নিয়ে যান।এরপর বর্ধমান মেডিকেল ভর্তি করা হয়,সেখানে তার মৃত্যু হয।