শ্রমশ্রী প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকদের পরিবারের আবেদন জমা দিতে কুশিদা গ্রাম পঞ্চায়েতের তরফে শুরু করা হয়েছিল আবেদন জমা নেওয়ার কাজ। কিন্তু সেই আবেদনের নামে টাকা নেওয়া হচ্ছে সেই অভিযোগে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে পড়ে যায় শ্রমিকদের পরিবার। আবেদন জমা করতে না পারাই উত্তর রামপুর এলাকায় বিক্ষোভ সামিল হলেন এলাকার শ্রমিকের পরিবারবর্গ। তাদের পক্ষে ব্লক দপ্তরে গিয়ে আবেদন জমা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই এলাকায় এই শিবির হলে সুবিধা হচ্ছিল।