রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ বড়ম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। কুমারগঞ্জগামী একটি সাফারির সঙ্গে কুমারগঞ্জ থেকে আসা অপর একটি সাফারির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ।