গত বৃহস্পতিবার, ইলেকট্রিক বোর্ডে হাত দিতেই শক খান,নন্দনপুরের বাসিন্দা জোরাদ মোল্লা বযস ৬০ নামক এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয নাজিরপুর গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এর পরে ইলেকট্রিক শক খেয়ে মৃত জোরাদ মোল্লার মৃতদেহকে নিয়ে এসে রাখা হয় তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে। এর পরে শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় ইলেকট্রিক শক খেয়ে মৃত জোরাদ মোল্লার মৃতদেহ ময়না তদন্তের জন্য তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গ থেকে