Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 23, 2025
স্বাস্থ্য নজরদারিতে বিশেষ ডিভাইস! দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শনিবার বিকেল পাঁচটায় আয়োজিত সেমিনারে উন্মোচিত হলো ‘হাসপাতাল ট্র্যাকিং সিস্টেম’। কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ ছাত্রছাত্রীর তৈরি এই ডিভাইস সবার নজর কেড়েছে। তৃতীয় বর্ষের ছাত্রী জাহ্নবী মনি, দ্বিতীয় বর্ষের ছাত্র আদিত্য নারায়ন মিশ্র ও সাক্ষম সাগফ, বি.সি.এ-র ছাত্রী মহিকা দাস এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শেখ কাউসার মিলে এই সিস্টেম তৈরি