একি কাণ্ড ভাতারে? হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ায় ব্যাংক একাউন্ট থেকে গায়েব কুড়ি হাজার টাকা। বৃহস্পতিবার দুটো কুড়ি মিনিটে ভাতার থানায় দ্বারস্থ ওই ব্যক্তি। অনেক প্রতারণার কথা শুনেছেন এবার এক অভিনব প্রতারণা করলো হেকাররা। এবার আর ফোন করে ও,টি,পি নয়। whatsap গ্রুপ খুলে প্রতারণা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার এরুয়ার গ্রামে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এরুয়ার গ্রামের যুবক মোল্লা মইদুল ইসলাম যুক্ত করা হয়।