অবশেষে কলকাতা পুলিশের হাতে আটক রাকেশ সিং। প্রদেশ কংগ্রেস অফিসে বিক্ষোভের নামে গেরুয়া ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা। লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার মধ্যরাতে পূর্ব কলকাতার একটি গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টা নাগাদ ট্যাংরার ওই ফ্ল্যাটে হানা দিয়ে রাকেশকে গ্রেফতার করা হয়েছে।