খন্ডঘোষ থানার অন্তর্গত বর্ধমান বোয়াইচন্ডী সড়কে সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অভিজিৎ মাঝি (২৩) খণ্ডঘোষ থানা শংকরপুরে তার বাড়ি। জানা গেছে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলের চড়ে তারা দুই বন্ধু মিলে কাজের সূত্রে যাচ্ছিল বর্ধমান বোয়াইচন্ডী রোড ধরে যাওয়ার পথে আম্বা পেট্রোল পাম্পের কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হয় দুজনেই। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে Bmch নিয়ে আসলে গতকাল রাত বারোটা নাগাদ অভিজিৎ মাঝির মৃত্যু হয়।