এলাকার রাস্তাঘাট সংস্কার করা, কাঁচা বাড়িতে বসবাসকারী অসহায় পরিবার গুলির জন্য সরকারি আবাস যোজনার ব্যবস্থা করা প্রভৃতি বারো দফা দাবিতে আজ বিকালে ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েতে একটি প্রতিনিধি মূলক স্মারকিয়ে দিল সিপিআইএমের কোটশিলা দক্ষিণ এরিয়া কমিটি ।