কুমারগঞ্জে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক কমিটি গঠনের উদ্দেশ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হলো শনিবার দুপুর তিনটে নাগাদ। গোপালগঞ্জ আরএন হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত মুখার্জি, কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল বসাকসহ নেতৃত্ববৃন্দ। সামনেই বিধানসভা নির্বাচন।