প্রতি বছরের মতো এ বছরও ১ লা সেপ্টেম্বর সোমবার, সারা রাজ্যের বিভিন্ন জেলায় পালিত হলো পুলিশ দিবস। এই উপলক্ষে বোলপুর থানাতেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। বোলপুরের এসডিও রিকি আগরওয়াল এবং থানার আইসি লিটন হালদারের উদ্যোগে থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুলিশ দিবস পালন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং অন্যান্য কর্মীরা। বক্তারা অনুষ্ঠানে সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা এবং তাদের দায়িত্বের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।