৫০০ বেডের কালনা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল। প্রতিদিনই পূর্ব বর্ধমান, নদীয়া হুগলী সহ ৩ জেলার কয়েক হাজার মানুষ প্রতিদিনই আসা-যাওয়া করে হসপিটালে। আর কালনা হসপিটালে রোগীদের পরিবারের কথা মাথায় রেখে কালনা পৌরসভার উদ্যোগে আজ সোমবার দুপুর থেকে সূচনা হলো মা ক্যান্টিনের। এদিন রোগীর পরিজনের এর হাতে খাবার তুলে দেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, পৌরপতি আনন্দ দত্তরা।এছাড়াও উপস্থিত ছিলেন উপ পৌরপতি তপন পড়েল, কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্টরা