মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের আটমাইল সংলগ্ন পূর্ব পাড়া এলাকায় সৌরচালিত জল প্রকল্পের কনট্রোলার ও সোলার লাইটের ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে বুধবার দুপুর দুটো তিরিশ নাগাদ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে মৃণাল রায় জানান আমরা দেখতে পাই কে বা কারা রাস্তার ধারে বসানো জল প্রকল্পের কনট্রোলার ও সোলার লাইটের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।ফলে জল প্রকল্পটি ও সৌরবাতিটি অকেজো হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে ও পুলিশকে জানানো হবে বলে স্থানীয