দশমীর দিন বৃহস্পতিবার বিকেলে সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে আয়োজিত হয় মহিলাদের সিঁদুরখেলা। বিকেল প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদিকা শিল্পী দাস জানান, প্রতিবছরের মতো এবছরও মায়ের বিদায় মুহূর্তে মহিলারা একত্রিত হয়ে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন এবং ধুনুচি নাচের মাধ্যমে আনন্দ ভাগ করে নেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয় ফুচকা ও ঠান্ডা পানীয়র স্টল। এবছর তাদের পুজো ৭৬ তম বর্ষে পদার্পণ করল।