স্বামীকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার শিলিগুড়ি থেকে গ্রেফতার স্ত্রী। ধৃতের নাম দিপীকা রায়। জানা গিয়েছে, বুধবার প্রধান নগর থানা অন্তর্গত দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা মনোজ বর্মন সুইসাইড নোট লিখে আত্মঘাতী হন।এরপর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মনোজ বর্মনের স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যা অভিযোগ দায়ের হয় প্রধান নগর থানায়।