আজ গণেশ চতুর্থী উপলক্ষে ৫১ পিঠের ১ সতিপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরের গণেশ মন্দিরে হচ্ছে গণেশের বিশেষ পুজো ও হোম যজ্ঞ। আজ বুধবার গনেশ চতুর্থী এই উপলক্ষে ৫১ পিঠের ১ সতিপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরের গণেশ মন্দিরে, সকাল থেকে চলছে বিশেষ পুজো হোম যজ্ঞ,গনেশ চতুর্থী উপলক্ষে পূজো দিতে ভিড় করেছেন ভক্তরা,আজ বেলা ১১টা নাগাদ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে গিয়ে সেই চিত্রই ধরা পড়ে আমাদের ক্যামেরায়। প্রত্যেক বছরই গনেশ চতুর্থী উপলক্ষে মন্দিরে আয়োজন করা হয় গণেশের পূজার ।