তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পূর্ব নিমপুরে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা মিলল একটি বানরের। হঠাৎই গ্রামাঞ্চলে বানরের আবির্ভাব ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকাল থেকে দুপুর প্রায় ২টা পর্যন্ত ওই এলাকায় ঘুরে বেড়ায় বানরটি। এলাকার ছোট থেকে বড়—সবাই উৎসাহ নিয়ে বানরটিকে দেখতে ভিড় জমায়। কেউ মোবাইল ফোনে ছবি তোলে, কেউ বা ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও। স্থানীয়রা জানান, আগে এভাবে গ্রামে ব