মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ ১০ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা স্থানীয়দের চক্ষু ও প্রেসার সুগার পরীক্ষার আয়োজন করল শনিবার দিনভর বিনামূল্যে। সকাল থেকেই বহু মানুষ উপস্থিত হয়েছেন এই শিবিরে। পৌরসভার সহযোগিতাতে এবং কাউন্সিলরের ব্যবস্থাপনায় এই আয়োজনে অনেকেই উপকৃত হলেন শনিবার। স্বনির্ভর গোষ্ঠীর এই ধরনের উদ্যোগ এই প্রথম মেদিনীপুর শহরে।