সাব্রুমের থাইবুং এলাকার নং ১ হরিনা হাই স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র রোহন ত্রিপুরার উপর আজ মঙ্গলবার বেধড়ক চড়াও হন শিক্ষিকা সংঘমিত্রা দাস বৈষ্ণব। অভিযোগ, বিনা কারণে মারধরের শিকার হয় এই ছাত্র। পরে আহত অবস্থায় রোহনকে অভিভাবকরা নিয়ে যান সাব্রুম হাসপাতালে। অভিযোগ—শুধু ছাত্র-ছাত্রী নয়, প্রায়শই সহকর্মী শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এই শিক্ষিকা। কিছুদিন আগেই স্কুলের টিচার ইনচার্জ ত্রিদীপ শীলকে অফিসকক্ষে লাকড়ি নিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন তিনি।