আদিবাসীদের সংবিধানিক মৌলিক অধিকার লাগু করা, স্বতন্ত্র সাঁওতাল শিক্ষা বোর্ড গঠন করা, হাইস্কুল ও জুনিয়র হাই স্কুল সাঁওতালিতে বঠন-পাঠন চালু করা সহ একাধিক দাবি দাবা নিয়ে গণ ডেপুটেশন ও মিছিল করলএকটি আদিবাসী সংগঠন। শুক্রবার দুপুর ৩ টা নাগাদ আদিবাসী সেঙ্গেল অভিযান বাগমুন্ডি ব্লক কমিটির পক্ষ থেকে বাগমুণ্ডী হাই স্কুল মোড় থেকে বাগমুন্ডি ব্লক পর্যন্ত মিছিল করে এসে বিডিওকে ২১ দফা দাবি নিয়ে স্মারকলিপি তুলে দেন তারা। রাজ্য ও কেন্দ্র সরকারকে তোপ দেগে সালখান মুর্মু জি