*উদ্ধার দেশরাজের নতুন সিম সহ মোবাইল। আমরা আগেই জানিয়েছিলাম রবিবার বিকালে পুরনো সিম কাচড়াপাড়াতেই খুলে রেখে মোবাইলে নতুন সিম ভড়েছিল। যাতে তার লোকেশন জানা না যায়। খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে বরাকর যায়, স্টেশনে সিম সহ মোবাইল ফেলে দেয়। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা পুলিশের কৃষ্ণনগর পুলিশ সুপার দপ্তরে কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় সাংবাদিক সম্মেলন করলেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার।