রবিবার ভোরবেলা ফালাকাটার দলমনি ফরেস্ট থেকে ধুমচি ফরেস্টে যাচ্ছিল কমবেশি ২৫ টি হাতি। বীরপাড়ার কাছে মালঙ্গিবস্তিতে রয়েছে সাধারণ মানুষের লাগানো অনেক গাছগাছালি। সেখানেই আটকে পড়ে হাতিগুলি। বনদপ্তর সূত্রের খবর, এলাকার বাসিন্দারা হইচই শুরু করায় ঘাবড়ে গিয়ে হাতিগুলি ওই জঙ্গলে আশ্রয় নেয়। দুপুর একটা নাগাদ খবর লেখা পর্যন্ত হাতিগুলি ওই জঙ্গলেই দাঁড়িয়ে রয়েছে। ওই এলাকা দিয়ে বীরপাড়ায় যাওয়ার রাস্তাটি বন্ধ করে দিয়েছেন বনকর্মীরা। সাধারণ মানুষকে হাতি থেকে দূরে