Habra 1, North Twenty Four Parganas | Sep 27, 2025
মহা পঞ্চমীর দিন যুবকের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ঘটনাটি হাবরা হোস্টেল মাঠ এলাকার তিন বন্ধু মাছ ধরতে এসেছিল। মাছ ধরা শেষে পুকুরে নেমে স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি তলিয়ে যায় এক বন্ধু