বর্তমান সময়ে জঙ্গলমহলের জ্বলন্ত সমস্যা হাতির সমস্যা। প্রতিনিয়ত হাতির হানায় ফসলের ক্ষতি, ঘর-বাড়ির ক্ষতির পাশাপাশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। হাতির সমস্যা সমাধানে বনদপ্তর একাধিক প্রদক্ষেপ গ্রহণ করছে। তবুও হাতির সমস্যার সমাধান নাগালের বাইরেই বলে দাবি স্থানীয় মানুষজনের। শুক্রবার রাত্রে ঝাড়গ্রাম বনবিভাগের ঝাড়গ্রাম রেঞ্জের বাঁদরভুলা বিটের পিয়ালগেড়িয়া গ্রামের গরমথান সংলগ্ন ধানের জমিতে নেমে পড়ে চারটি হাতির একটি দল।