বালুরঘাটের সরকারি শুভায়ন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবলক আবাসিককে অবশেষে উদ্ধার করল পুলিশ। তিনজনই বিহারে যাওয়ার আগে গতকাল মধ্য রাতে মালদার মানিকচক থানার পুলিশের হাতে ধরা পরে। এদিকে ধরার পরই মানিকচক থানার পুলিশ বালুরঘাট থানার সাথে যোগাযোগ করে। ওই তিন নাবালককে বালুরঘাটে আনা হচ্ছে। এদিকে বালুরঘাট শুভায়ন হোমে এতো নিরাপত্তা থাকার পরও কি করে ওই তিন নাবালক পালাল তার তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।