শুক্রবার রাত আনুমানিক ৮ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অধীনে মামুদপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি টোটোর সাথে খড় বোঝাই মোটর ভ্যানের ধাক্কায় আহত টোটো চালক ও ৩ টোটো যাত্রী। জানা যায় টোটোটি কামারপুর থেকে আকবরনগর আছিলো এবং মোটর ভ্যানটি কুসুমগ্রাম যাচ্ছিলো। দ্রুতগামী মোটর ভ্যানটি ধাক্কা টোটোটিকে ধাক্কা মেরে চলে যায়। টোটো উল্টে যাওয়া যাত্রী সহ টোটো চালক আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।