This browser does not support the video element.
পান্ডুয়া: তীর-ধনুক হাতে জিটি রোডে বসে বৈচিতে জি টি রোড অবরোধ করল বোড়াগড়ি এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা
Pandua, Hooghly | Sep 10, 2025
পান্ডুয়ার বৈঁচিতে তীর ধনুক হাতে রাস্তায় বসে জি টি রোড অবরোধ করল বোড়াগড়ি এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। আজ বুধবার দুপুর দুটো নাগাদ বিক্ষোভকারীরা জানান পান্ডুয়ার বৈঁচির বোরাগরী গ্রামে আদিবাসী সম্প্রদায়ের একটি যাহের থান মঙ্গলবার রাতে কেউবা কারা ভেঙে দিয়েছে। তার প্রতিবাদে এদিন বেলা একটানা নাগাদ আদিবাসী সম্প্রদায়ের লোকজনরা বৈচির বোড়াগড়ি এলাকায় জিটি রোড অপরাধ করে। শতাধিক পুরুষ মহিলা তীর ধনুক হাতে জি টি রোডের ওপর বসে বিক্ষোভ,,