শুক্রবার আনুমানিক বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার মেজিয়া ব্লকের সরাকডিহিতে মেজিয়া ব্লক ও পঞ্চায়েত সমিতির তরফে এবং কুস্তোড় গ্রাম পঞ্চায়েতের ব্যাবস্থাপনায় সরাকডিহিতে "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত মেজিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি ব্যানার্জি, সাংসদ অরুপ চক্রবর্তী, মেজিয়া ব্লক তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ রায়, মেজিয়া থানার ওসি সহ কুস্তোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা