বিজেপি দলের প্রাক্তন বুথ সভাপতির তিপ্রা মথা দলে যোগদান।বিজেপি দলের প্রাক্তন বুথ সভাপতির তিপ্রা মথা দলে যোগদান।ঘটনা শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ মিনি ষ্টেডিয়াম সংলগ্ন চড়িলাম বিধানসভার তিপ্রা মথার দলীয় অফিসে।চড়িলাম বিধানসভা কেন্দ্রের সর্বশেষ বুথ ৪৪ নং বুথের বিজেপি দলের প্রাক্তন সভাপতি দীপেন দেববর্মা সহ দুই পরিবারের ১১ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করে।