গঙ্গার ভয়াল ভাঙ্গনে সবচেয়ে খারাপ অবস্থা এবছর রতুয়ার শ্রীকান্তটোলা গ্রামের হয়েছে। গ্রামের এক প্রান্ত গিলে খেয়েছে গঙ্গা। সেই প্রান্তে থাকা একের পর এক মন্দির আজ নদী ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে। হনুমান মন্দির শিব মন্দির মনসা মন্দির ভাঙ্গনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। হনুমান মন্দিরের পূজা অর্চনা করার মধ্য দিয়ে গ্রামের মহিলারা বলছেন হয়তো শেষবারের মতো পূজা করা হচ্ছে। যে কোন সময় অবশিষ্ট অংশটুকু গঙ্গা গিলে খাবে। গ্রাম ছেড়ে দিয়েছে বহু পরিবার। মানুষ নেই বললেই চলে।