শুক্রবার সকালে মেটেলি ব্লকের ইংডং চাবাগানের অশোক লাইনে এক শ্রমিকের বাড়িতে ঢুকে মুর্গি নিয়ে পালাতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে গেল একটি চিতাবাঘ। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে খুনিয়া ও মাল স্কোয়াডের বনকর্মিরা ঘটনাস্থলে চলে আসে। চলে আসে মেটেলি থানার পুলিস। এঘটনায় এই বাড়িতে প্রচুর মানুষের ভীড় জমে যায়। শুক্রবার বেলা এগারোটা পর্যন্ত চিতাবাঘ উদ্ধার করা সম্ভব হয়নি।