বামেদের সারা ভারত কৃষক সভার ৪১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ভাতারে , সাংগঠনের সদস্যরা শনিবার চারটে ৫০ মিনিটে জানালেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৪৫ জন প্রতিনিধি এসেছে আজ। বামেদের সারা ভারত কৃষক সভার ৪১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আজ ভাতারে। আজ প্রথম দিন আগামীকাল হবে আরো অন্যান্য কর্মসূচি। সবার কাজ আজ শুরু হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন জেলার সভাপতি সুকুল সিকদার।