শুক্রবার দুপুরে চার বন্ধু মিলে সাতার কাটতে গিয়ে তিস্তা নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হল এক বন্ধু।পুলিস সুত্রেই জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম রঞ্জন রায় (১৬)।বাড়ি ক্রান্তি ব্লকের চেংমারি গ্রামপঞ্চায়েত এর ডাঙ্গাপাড়া এলাকায়। সে চেংমারি ডাব্লুএমই হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। জানা গেছে, চ্যাংমারি এলাকার চার পড়ুয়া নদীতে নামার পরই প্রবল স্রোতে পড়ে যায় রঞ্জন। বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা এবং প্রশাসন মিলে উদ্ধার অভিযান শুরু করে। ক্রান