নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগে রাস্তায় গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ।জানা যায়,গোঘাটের কুমুড়শা পঞ্চায়েতের চকহরিগ্রামে ৩ কিমি রাস্তা সংস্কারের জন্য রাবিশ ফেলা হয়েছিল।স্থানীয় অঞ্চল সভাপতির নেতৃত্বে ঠিকাদার কিছুটা সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে চলে গেছে বলে অভিযোগ।ফলে পর্যাপ্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে না।এই অভিযোগে শুক্রবার বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তার কাজ বন্ধ করে দেন এলাকাবাসীরা।অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি।