মেখলিগঞ্জ মহকুমা জুড়ে নির্বিঘ্নেই সম্পন্ন হলো এবারের উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা। জানা গিয়েছে ২০২৬-এর উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীরা দুটি ধাপে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। সেই মতো সোমবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। ১০টা থেকে ১১:১৫মিনিট পর্যন্ত পরীক্ষা চলে। মেখলিগঞ্জ মহকুমা জুড়ে তিনটি সেন্টারের অধিনে মোট ১২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন ছিলো।