ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পিংলা ব্লকের পক্ষ থেকে বুধবার বেলা ১১ টা নাগাদ করম পূজার আয়োজন করা হোলো। যেখানে উপস্থিত ছিলেন পিংলা ব্লকের বিডিও লাকপা ওয়াংচু শেরপা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেখ সবেরাতি, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই শিং সহ অনান্যরা। পিংলা ব্লকের এক নং কুশুমদা গ্রাম পঞ্চায়েতের সুতছড়া এলাকায় এই পূজোর আয়োজন করা হয়।আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে।