মহালয়ার পর প্রতিপদ থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হয়ে যায় দুর্গা পূজোর সূচনা। কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর পুজোয় রয়েছে নানা রীতিনীতি। আজ মহা দশমী পূজো শেষ হওয়ার পর বর্তমান রানী অমৃতা রায় রাজরাজেশ্বরী কে বরণ করেন। এরপর রীতিনীতি মেনে শুরু হয় সিঁদুর খেলা। বর্তমান রানীর সাথে সিঁদুর খেলতে হাজির হয় দূর দূরান্ত থেকে বহু মহিলারা।