বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুরে শুক্রবার অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের উদ্যোগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির বিশেষ ক্যাম্প। চিঙ্গিসপুর অঞ্চলের ১১২, ১১৩ ও ১১৪ নম্বর বুথকে কেন্দ্র করে ভবানীপুর এলাকায় আয়োজিত হয় এই শিবির। সকাল ৯টা থেকেই শুরু হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ক্যাম্পে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের নানান সমস্যা ও দাবি তুলে ধরেন তাঁরা। শিক্ষা, স্বাস্থ্য, রেশন থেকে শুরু করে রাস্তা ও পানীয়জল সংক্রান্ত বিষয় নিয়েও মতামত জানান সাধারণ মানুষ।