শনিবার স্টেশন বাজার এলাকা থেকে ২০৩ গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ। পাচারকারীর নাম সমশের মিয়া। সে মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার তাকে আদালতে পাঠায় ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানান, এ ধরনের অভিযান লাগাতার চলবে। নেশার সামগ্রী পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে চলছে পুলিশ, জানান তিনি। প্রসঙ্গত নেশার সামগ্রী পাচারচক্রের ওপর নজরদারির জন