প্রসঙ্গত বিজেপি এর একত্ববাদের রচয়িতা স্বর্গীয় পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের ১০৯ তম জন্ম দিবস সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। সেই উপলক্ষে একটি গাছ মায়ের নামে এমনই একটি কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে এদিন কৃষ্ণনগর দু'নম্বর ব্লক বিজেপি নেতৃত্বের উদ্যোগে প্রথমে দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিবস পালন পরবর্তীতে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।