বলরামপুর থানা লার্জ সাইজড কো-অপারেটিভ প্রাইভেট লিমিটেডের নতুন পরিচালন সমিতির দায়িত্বভার গ্রহণ করল নবনিযুক্ত পদাধিকারীরা। নবনিযুক্ত কমিটিতে চেয়ারম্যান হয়েছেন দামোদর মাহাতো,সেক্রেটারি নিযুক্ত হয়েছেন সন্তোষ মাহাতো। এছাড়াও সংস্থার সদস্য হিসাবে উপস্থিত ছিলেন গৌরী শঙ্কর মাঝি,সুশান্ত কুমার এবং মহানন্দ মাহাতো। নবনিযুক্ত পদাধিকারীরা আগামী পাঁচ বছর সংস্থার পরিচালনা করবেন।