আসানসোলে স্কারপিও গাড়ি করে গরু চুরি ধাবা পুলিশের, গাড়ি ছেড়ে পালালো চোরের দল আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত মাহিশীলা গ্রাম এলাকা থেকে গতকাল মধ্যরাতে ২টি গরু চুরি করে একটি সাদা রঙের স্কারপিও গাড়িতে গরু ২টি ঢুকিয়ে পাচার করার সময় ঘটনার দৃশ্য দেখে ফেলে আসানসোল দক্ষিণ থানার এক সিভিক ভলেন্টিয়ার। এরপর সে ভোলেন্টিয়ার ঘটনার খবর দেয় আসানসোল দেখিন থানার ভারপ্রাপ্ত অধিকারীক কৌশিক কুন্ডুকে। কৌশিক কুন্ডু ততক্ষখনিক asi বিপিন কর্মকার কে পাঠায় ঘটনা স্থলে। এরপর পুলিশ ঘটনাস