১ সেপ্টেম্বর সোমবার থেকে নিখোঁজ ছিলেন সাগরের ফুলবাড়ী এলাকার গৃহবধূ পূর্ণিমা দোলই (২৫)। জানা গিয়েছে, তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত আজ সকালে গঙ্গাসাগরের কশতলা এলাকার নদীর চরের জঙ্গল থেকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।।