BLA-2 নিয়ে রবিবার বিজেপির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল গুসকরায়। এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মন্ডল, আউশগ্রাম বিধানসভার কনভেনার চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গুসকরা নগর মন্ডলের সভাপতি দেবযানী গড়াই, নগরের প্রাক্তন সভাপতি পতিত পবন হালদার সহ অনান্যরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ভোটার ও ভুয়ো ভোটার চিহ্নিত করে তা BLO-দের নজরে আনার জন্য এদিন কর্মীদের উপদেশ দেন দলীয় পদাধিকারীরা।