কালনা সিদ্দেশ্বরী মোর ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন গণেশ পূজা সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মঙ্গলবার সন্ধ্যায় তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। দশ বছর পূর্বে স্থানীয় এলাকার ব্যবসাদারদের ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্যই এই পুজোর শুরু করেছিলেন তারা। তারপর থেকেই এই পুজো করে আসছেন স্থানীয় এলাকার ব্যবসাদার। আজ থেকে আগামী তিন দিন থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠান।