Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 24, 2025
স্বাধীনতা দিবস উপলক্ষে মিলন সংঘের রক্তদান শিবির।৫০ জন রক্তদাতা রক্তদান করেন।বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিল ২০০ শিশু।দুস্থদের হাতে শাড়ি ও পিছিয়ে পড়া শিশুদের রেনকোট বিতরণ।দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের রায়পাড়া মিলন সংঘ ক্লাবে প্রতিবছরের মতো এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির রবিবার দুপুর একটায়। রবিবার অনুষ্ঠিত এই শিবিরে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল।