বৃহস্পতিবার এক মহিলার অভিযোগ গত কয়েকদিন আগে ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেন, তারপরেই তৃণমূল কাউন্সিলর সহ এলাকার বেশ কিছু তৃণমূল নেতারা তাকে মারধর করে এবং তার ফ্ল্যাটে ভাঙচুর চালায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় তাকে চন্দননগর হাসপাতালে ভর্তি করতে হয়। পরবর্তীকালে ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। এর বিরুদ্ধে নির্যাতিতাকে নিয়ে বিজেপির মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।